বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে মাঠে গড়াবে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। আর এই সিরিজ খেলতে আগামীকাল রোববার (১২ মার্চ) সকালে ঢাকায় আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
সবশেষ ২০০৮ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড। সেসময় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছিল সফরকারী আয়ারল্যান্ডকে।
প্রায় ১৫ বছর পর ফের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একমাত্র টেস্টকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। অ্যান্ড্রু বালবার্নির নেতৃত্ব ঘোষিত দলে বড় পরিবর্তন তরুণ তুর্কি জশ লিটলের না থাকা।
এই বাঁহাতি ২০২২ সালে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট শিকার করেন। টি-টোয়েন্টিতে না থাকলেও ওয়ানডে সিরিজে দলে রাখা হয়েছিল তাকে। তবে বাংলাদেশে আসার আগমুহূর্তে পিএসএল খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় তাকে দলে রাখা হয়নি।
পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএলে দল পেয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে জাতীয় দল থেকে তাকে ছুটিও দেওয়া হয়েছিল।
আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, টমা মায়ার্স, পল স্টার্লিং, গ্যারেথ ডেলানি, স্টিফেন ডোহানি ও ফিওন হ্যান্ড।
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিস, রস অ্যাডাইর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, টম মায়ার্স, পল স্টার্লিং, গ্যারেথ ডেলানি, ফিয়ন হ্যান্ড ও ক্রেইগ ইয়ং।
আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, টম মায়ার্স, জেমস ম্যাককলাম, পিজে মুর, মারে কামিন্স ও ফিয়ন হ্যান্ড।