ঈদের পর সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাবো : হারুনুর রশিদ
‘সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। সামনে আমাদের আন্দোলন আসছে। ইনশাআল্লাহ ঈদের পর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাবো। জনগণ ভোট দেওয়ার যে অধিকার হারিয়েছে এই অধিকার আমরা ফিরিয়ে আনব’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও সদ্য সাবেক এমপি হারুনুর রশিদ।
শহরের নওজোয়ান মাঠ সংলগ্ন প্রধান সড়কে আজ শনিবার (১১ মার্চ) দুপুরে কেন্দ্র ঘোষিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ এসব কথা হলেন। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল, কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বর্তমান সংসদকে বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
হারুনুর রশিদ আরও বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এই নওগাঁ বিএনপির অন্যতম ঘাঁটি। আজকে যারা নওগাঁয় এমপি হয়েছেন তারা কি প্রকৃত জনগণের প্রতিনিধি? আজকে যারা সংসদে রয়েছেন তারা অনির্বাচিত সংসদ সদস্য। আমরা যারা সংসদ থেকে পদত্যাগ করার পর সেই সব আসনে উপ-নির্বাচন হয়েছে, সেখানে সরকার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার আসনে জনগণ ভোটকেন্দ্রে যেতে পারেনি। বগুড়ায় ভোটের ফল পাল্টিয়ে ন্যক্কারজনকভাবে হিরো আলমের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এই সরকার দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, আমরা অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়নের প্রতিবাদ করতে পারি না। আমাদের মানববন্ধন, সমাবেশ করতে দেওয়া হয় না। অথচ শেখ হাসিনা কোথায়ও প্রোগ্রাম করলে এক মাস আগে থেকে মাঠ দখল করে রাখা হয়। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করে চলেছে। দেশ এভাবে চলতে পারে না। জনগণ এভাবে দেশকে চলতে দেবে না।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্ব মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম রেজু, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা ও আমিনুল ইসলাম বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন প্রমুখ।