সিরিজ জয়ের মিশনে রোববার মাঠে নামছে বাংলাদেশ
ওয়ানডে সিরিজ শুরুর আগে যদি বলা হতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ, নির্ঘাত হেসেই উড়িয়ে দিত সবাই। টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ পর সেই সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। সুযোগ বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নেওয়ার।
সেই লক্ষ্যে আগামীকাল রোববার (১২ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী সাকিবের দল। চোখ এবার সিরিজ জয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়।
চট্টগ্রামে প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ব্যাট, বল, ফিল্ডিং; তিন বিভাগেই আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল। বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন নাজমুল হোসেন শান্ত- হাসান মাহমুদরা।
তবে খেলা যেহেতু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, তাই চট্টগ্রামের মতো অত সহজ উইকেট হবে না, তা অনেকটাই অনুমিত। তবে ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে জয় সম্ভব। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ তরুণ পেসার হাসান মাহমুদ। হাসান বলেন, ‘আমাদের এই দলটা ভারসাম্যপূর্ণ। সবার মধ্যে শেখার ও জেতার আগ্রহ আছে। মাঠে সবাই খুব চেষ্টা করে। একসঙ্গে থাকলে ইতিবাচক ফল আসবে। দলটির সবচেয়ে বড় শক্তির জায়গা অধিনায়ক সাকিব আল হাসান। তরুণদের নির্ভার হয়ে খেলার স্বাধীনতা দিয়েছেন তিনি।’
অন্যদিকে, ইংল্যান্ডের বড় শক্তি বোলিংয়ে। আদিল রশীদ, জোফরা আর্চার, মার্ক উডরা নিজেদের দিনে কতটা ভয়ংকর, তা বলার অপেক্ষা রাখে না। মাত্র কিছুদিন আগে বিপিএল শেষ করে যাওয়া মঈন আলী ব্যাট-বল দুটোতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। একদিকে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ইংলিশরা। অন্যদিকে বাংলাদেশ নামবে সিরিজ নিজেদের করে নিতে।
টি-টোয়েন্টি বরাবরই মোমেন্টামের খেলা। যে কোনো সময় ঘুরে যেতে পারে ম্যাচের মোড়। সেসব মাথায় রেখেই টাইগারদের নিয়ে আশায় বুক বেঁধেছে সমর্থকরা। সিরিজ নিশ্চিত করতে চায় দ্বিতীয় ম্যাচেই। প্রতিশোধ নিতে চায় ওয়ানডে সিরিজ হারের।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের খুব বেশি সম্ভাবনা নেই। প্রথম টি-টোয়েন্টির একাদশই দেখা যেতে পারে দ্বিতীয় ম্যাচেই। তবে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড দলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশীদ, ক্রিস জর্ডান, মার্ক উড, জোফরা আর্চার।