ঐতিহাসিক সিরিজ জয়ে সাকিব-মিরাজদের নিয়ে যা বললেন মাশরাফী
বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখল ক্রিকেট দুনিয়া। ওয়ানডেতে বরাবরই সমীহ জাগানিয়া দল বাংলাদেশ। সেই তুলনায় টি-টোয়েন্টিতে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছিল না সাকিব-মিরাজরা। তবে দেরিতে হলেও ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে সাকিবের দল।
দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হয়ে এসে প্রথম অ্যাসাইনমেন্টেই তরুণদের নিয়ে চমক দেখালেন চন্ডিকা হাথুরুসিংহে। অধিনায়ক সাকিব আল হাসান ও হাথুরুসিংহে মিলে গড়ে তুলছেন নতুন এক বাংলাদেশ। যারা ঘরের মাঠে দাপট দেখিয়ে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।
সিরিজে স্পষ্ট পার্থক্য গড়ে দিয়েছে সাকিব-হাথুরু জুটি। বাংলাদেশের এমন ঐতিহাসিক সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সঙ্গে মনে করিয়ে দেন ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারানোর সুখস্মৃতি।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফী লিখেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারালো বাংলাদেশ। তবে এই জয়টা একটু আলাদা। কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়েছে, সেটা এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিল, হাতুরুসিংহে এবং সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে। ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরি।’
মাশরাফী আরও যোগ করেন, ‘তরুণদেরকে এই ফরম্যাটে খেলার সুযোগ করে দিতে হবে এবং এর মধ্য দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে ইনশাআল্লাহ। অনেক দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিল। যদিও এটা একান্তই আমার মতামত।’
প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্ত ও দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। পুরো দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি আলাদা করে শান্ত, মিরাজের প্রশংসা করেন মাশরাফী। পোস্টের শেষে তিনি লিখেন, ‘শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।’