ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্র অধিকার পরিষদের অবস্থান, ছাত্রলীগের বাধা
অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ রোববার (১২ মার্চ) রাজু ভাস্কর্যের সামনে বিকেল পৌনে ৪টার দিকে এ কর্মসূচিটি পালিত হয়। পরে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। এর আগে ছাত্রলীগ তাদের বাধা দেয় বলে অভিযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
অধিকার পরিষদের কর্মসূচিতে বাঁধা প্রদানের বিষয়টি অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার এ বিষয়ে জানা নেই।’ আর সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘তারা (অধিকার পরিষদ) ঘুমের মধ্যেও ছাত্রলীগকে স্বপ্ন দেখে। যদি তাই না হতো, তাহলে সবকিছুতে ছাত্রলীগকে তারা জড়াতো না। তাদের কোন কর্মসূচিতে আমাদের সংগঠনের কেউ কোনো রকম বাধার সৃষ্টি করেনি।’
তানভীর আরও বলেন, ‘তাদের ডাকসু নিয়ে যে দাবি আছে, সেটা আমাদেরও দাবি; কিন্তু তারা ক্যাম্পাসে মৌলবাদীদের দ্বারা রাজনৈতিক মদতপুষ্ট। এজন্য শিক্ষার্থীদের সঙ্গে তাদের হয়তো একটু দূরত্ব সৃষ্টি হয়েছে।’
কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা। তিনি বলেন, ‘আজকে প্রমাণিত হয়ে গেল—ডাকসু কেন হয় না। ডাকসু হলে ছাত্রলীগ কোথাও জিততে পারবে না। লোকলজ্জায় মিডিয়ার সামনে তারা ডাকসু চায় বললেও ডাকসুর দাবিতে ছাত্র অধিকার পরিষদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আগেই তারা ডাকসু ভবনের সামনে ক্রিকেট ব্যাট, স্টাম্প, লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। আমরা অবস্থান পরিবর্তন করে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ালে সেখানে এসেও বাইক দিয়ে হর্ন বাজানো, গিয়ার দিয়ে শব্দদূষণ করা, অশ্রাব্য কটূক্তি করে শ্লোগান দিয়ে কর্মসূচি বাধাগ্রস্ত করে তারা।’
ইয়ামীন আরও বলেন, ‘ছাত্রলীগ সারা দেশে শিক্ষাঙ্গনে যেভাবে র্যাগিং, ছিনতাই, চাদাবাজীসহ অপরাধ অপকর্মের ক্যানসারে রূপান্তরিত করেছে, তাই ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীরা যে তাদের প্রত্যাখ্যান করেছে তা আরও সুস্পষ্ট হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘ডাকসু শিক্ষার্থীদের বৈধ প্লাটফর্ম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্ষমতাসীনদের যোগসাজশে ক্যাম্পাসে ছাত্রলীগের একচ্ছত্র ত্রাস বজায় রাখার উদ্দেশে এই নির্বাচন বন্ধ রেখেছে। কারণ, নির্বাচন হলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে ভোট দেবে না।’ তিনি অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।
কর্মসূচিতে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও কেন্দ্রীয় সহসভাপতি আখতার হোসেন, ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক রাসেল আহমেদ, বিজ্ঞান সম্পাদক আখতারুজ্জামান সম্রাট, ঢাবি শাখার সেক্রেটারি আহনাফ খান সাঈদ ও যুগ্ম সম্পাদক নুসরাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।