বিলবাওয়ের মাঠে বার্সার নাটকীয় জয়
নিজেদের মাঠে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে কঠিন চ্যালেঞ্জ জানাল অ্যাথলেটিকো বিলবাও। গোলপোস্ট আর বার্সা গোলরক্ষক টের স্টেগেনের বাধায় স্প্যানিশ জায়ান্টদের বাগে পেয়েও কিনা শেষ পর্যন্ত খালি হাতেই শেষ করতে হলো ম্যাচ।
সান মামেসে রোববার (১২ মার্চ) দিনগত রাতে বার্সার জয় ১-০ গোলে। বার্সার হয়ে একমাত্র গোলটি করেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুযোগ পায় বার্সেলোনা। সার্জিও রোবের্তোর ক্রসে ডি-বক্সে ফেররান তরসের হাফ ভলিতে বল পাশের জালে লাগিয়ে গোলের সুযোগ হারায় বার্সা। এরপর ম্যাচের সপ্তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েও ব্যর্থ পোলিশ তারকা লেভানডোভস্কি। ওয়ান অন ওয়ানে লেভানডোভস্কির গোলের চেষ্টা এগিয়ে এসে ব্যর্থ করে দেন বিলবাও গোলরক্ষক।
৩২তম মিনিটে ইনাকি উইলিয়ামসের শট ঠেকিয়ে বার্সাকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন টের স্টেগেন। পরের মিনিটে প্রায় গোলের দেখা পেয়ে গিয়েছিল বিলবাও। তবে রাউল গার্সিয়ার হেড ক্রসবারে লাগায় গোলবঞ্চিত হয় স্বাগতিকরা।
একের পর এক আক্রমণ করলেও কোনোভাবেই কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না বার্সা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। ডান দিক থেকে রাফিনিয়াকে খুঁজে নেন সার্জিও বুসকেটস। রাফিনিয়ার ডান পায়ের শট জালে জড়ালে ১-০ গোলে লিড নেয় বার্সা।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করতে থাকে বার্সা। আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ বার্সা। এরপর বার্সাকে চেপে ধরে স্বাগতিক বিলবাও। তবে পায়নি গোলের দেখা।
নির্ধারিত সময়ের মিনিট তিনেক আগে মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে বার্সেলোনার জালে পাঠান ইনাকি উইলিয়ামস, তবে গোল মেলেনি। মুনিয়াইনের হাতে বল লাগায় ভিএআরের সাহায্যে হ্যান্ডবল দেন রেফারি। শুধু তাই নয় যোগ করা সময়ে এক মিনিটের ব্যবধানে দুইবার গোললাইন থেকে বল ক্লিয়ার করে কোনো মতে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এই জয়ে ২৫ ম্যাচে ২১ জয় ও ২ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। আর ৩৩ পয়েন্ট নিয়ে বিলবাও আছে টেবিলের নবম স্থানে।