সুন্দরবনকে ভালোবাসার দাবিতে সুন্দরবন দিবস
আজ ১৪ ফেব্রুয়ারি। সুন্দরবন দিবস। বিশ্বের অন্যতম এ ম্যানগ্রোভ বন বাংলাদেশের গর্ব। কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বই চায় সুন্দরবন বেঁচে থাকুক বহু বছর। সুন্দরবনকে ভালোবাসার প্রতিজ্ঞা নিয়েই সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে পালিত হয়েছে সুন্দরবন দিবস।
দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল, ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন।’ ২০০১ সাল থেকে প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
দিবসটি উপলক্ষে খুলনায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ রোববার অনুষ্ঠানের শেষদিনের ভেন্যু ছিল নগরীর জাতিসংঘ শিশু পার্ক। জাতীয় পর্যায়ের পরিবেশ পদক পাওয়া সুন্দরবনপ্রেমিক আলহাজ লিয়াকত আলীর নামে এবারের দিবসটি উৎসর্গ করা হয়।
সুন্দরবন একাডেমি ও বন বিভাগের আয়োজনে এবং কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠন যেমন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, রিলিফ ইন্টারন্যাশনাল, ক্রেল, বাঘ প্রজেক্ট, রূপান্তর ও খুলনা প্রেসক্লাবের সহায়তায় এবারের সুন্দরবন দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান বরাবরের মতোই খুলনায় অনুষ্ঠিত হয়েছে।
সকালে জাতিসংঘ শিশু পার্কে খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আলমগীর, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, ইউএসএইডের ওয়াইল্ড টিমের বাঘ অ্যাকটিভিটির চিফ অব পার্টি গ্রে এফ কলিন্স, ইউএসএইডের ক্রেল প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি গিজ কেভিন কেম্প, জিআইজেডের সুন্দরবন ম্যানেজমেন্ট প্রকল্পের টিম লিডার ওয়েমার ইডিওই। সুন্দরবন একাডেমির উপদেষ্টা ও রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বন বিভাগ খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির।
অনুষ্ঠানে ‘সুন্দরবন সংরক্ষণে আমার ভাবনা’ বিষয়ে বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় হারম্যান মাইনর স্কুলের মো. সালমান সাদি প্রথম, একই স্কুলের সামিয়া তাসনিম অহনা দ্বিতীয় এবং খুলনা জিলা স্কুলের মাহির শারিয়ার বিন সাত্তার তৃতীয় স্থান লাভ করে। অংশগ্রহণকারী ২০টি বিদ্যালয়কে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সুন্দরবনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুন্দরবনের টিকে থাকার ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল এ বনকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে সবাইকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
আবু হোসাইন সুমন, মংলা
মংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে সুন্দরবন সাংবাদিক ফোরাম। ফোরামের আয়োজনে আজ রোববার সকালে মংলা প্রেসক্লাব থেকে বের হওয়া শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তন অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় এইচ এম দুলাল বলেন, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আগলে রেখেছে সুন্দরবন। আসুন ভালোবাসার এই দিনের মতো প্রতিটি দিনে সুন্দরবনকে ভালোবেসে এটিকে রক্ষা করে আমাদের নৈতিক দায়িত্ব পালন করি। অনুষ্ঠানে সুন্দরবন সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও এনটিভি প্রতিনিধি আবু হোসাইন সুমন, সমকাল প্রতিনিধি মনিরুল হায়দার ইকবালসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রবিউল ইসলাম, বাগেরহাট
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো সুন্দরবন দিবস। আজ রোববার সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে সুন্দরবন দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে মীর জুলফিকার আলী লুলু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শাহ আলম টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মীর শওকাত আলী বাদশা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যাপক এ বি এম মোশাররফ হুসাইন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক জেলা কমান্ডার মো. নাসির উদ্দিন প্রমুখ।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
‘সুন্দরবন বাঁচাও, জীববৈচিত্র্য রক্ষা করো’ এ দাবিতে আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবন দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপার সভাপতি এ বি সিদ্দিক। এ কর্মসূচিতে বক্তব্য দেন নাসির উদ্দিন মন্টু, জাহিদুর রহমান দিপু, এ টি এম কামালসহ বিভিন্ন সংগঠনের নেতারা।