মাহমুদুল্লাহর দলে না থাকা নিয়ে যা বললেন হাবিবুল বাশার
বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপান্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও ছিলেন ওয়ানডে দলে। ইংল্যান্ডের সঙ্গে সিরিজের আরও এক ম্যাচ বাকি থাকতে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে নেই মাহমুদুল্লাহ। তার দলে না থাকাকে বাদ পড়া বলতে নারাজ বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলছেন, নতুনদের সুযোগ দিতে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদুল্লাহকে।
মাহমুদুল্লাহর বদলে দলে সুযোগ পেয়েছেন জাকির হাসান। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। মাহমুদুল্লাহর দলে না থাকা এবং জাকিরের সুযোগ পাওয়া নিয়ে হাবিবুল বাশার বলেন, আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল নতুন মুখ নেওয়ার। আয়ারল্যান্ড সিরিজে সেটিই করছি। এর অংশ হিসেবে মাহমুদুল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে।
মাহমুদুল্লাহর দলে না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে, তিনি যে বাদ পড়তে পারেন সেই বিষয়ে আভাস দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ডপ্রধান আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আসন্ন আয়ারল্যান্ড ও পরবর্তী সিরিজের দলে বেশকিছু পরিবর্তন আসবে, কিন্তু কাউকে বাদ দেব না আমরা। বাদ শব্দটি ব্যবহার করে ভুল ব্যাখ্যা যেন না দেওয়া হয়।’
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গতকাল রোববার (১২ মার্চ) সিলেটে পৌঁছায় আয়ারল্যান্ড দল। ১৮, ২০ ও ২৩ মার্চ ওয়ানডেতে টাইগারদের মুখোমুখি হবে আইরিশরা। ২৭, ২৯ ও ৩১ মার্চ চট্টগ্রামে খেলবে তিনটি টি-টোয়েন্টি। ৪ মার্চ থেকে ঢাকায় শুরু হবে একমাত্র টেস্ট।