অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান রাষ্ট্রপতির
অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে আজ সোমবার (১৩ মার্চ) রাষ্ট্রপতি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির আচার্য হিসেবে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি।
এসময় বিভিন্ন অনুষদের চিকিৎসক-শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক ও কয়েকজন শিক্ষার্থীর হাতে সনদও তুলে দেন তিনি।
চিকিৎসাবিজ্ঞান নিয়ে আরও বেশি গবেষণা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন আব্দুল হামিদ। ওষুধের বাণিজ্যিক নাম ব্যবহারের পরিবর্তে জেনেরিক নাম ব্যবহার করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।