জার্মানিতে মদ বিক্রি কমেছে
জার্মানিতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। আর এতেই ব্যয়ে কাটছাঁট করছে দেশটির বাসিন্দারা। এর প্রভাব পড়েছে মদের (ওয়াইন) বাজারে। ব্যয় কমাতে আগের তুলনায় কম মদ কিনছে তারা। আজ সোমবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে জার্মান ওয়াইন ইন্সটিটিউট।
ভোক্তা গবেষণা সংস্থা নিলসেন আইকিউয়ের বরাতে সংস্থাটি বলছে, গত বছর জার্মানির বাসাবাড়িতে মদ বিক্রি কমেছে ১০ শতাংশ। দেশটিতে বিক্রি কমেছে ছয় দশমিক পাঁচ শতাংশ। রেস্টুরেন্ট ও বারগুলোতে মদ বিক্রি এই হিসাবের বাইরে।
জার্মান ওয়াইন ইন্সটিটিউটের পরিচালক মনিকা রুলে বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। গৃহস্থালি ক্রয়ে এমন পণ্যগুলোতে মনোনিবেশ করছে ক্রেতারা, যা একেবারে প্রয়োজনীয়।’
গত বছরে সবকিছুর দাম বাড়ার সঙ্গে সঙ্গে জার্মানিতে মদের দামও বেড়েছে। ২০২২ সালে দেশটিতে গড়ে প্রতি লিটার মদের দাম বেড়েছে চার দশমিক ৪৭ মার্কিন ডলার বা চার দশমিক ১৮ ইউরো, যা তার আগের বছরের চেয়ে ছয় দশমিক ছয় শতাংশ বেশি। গ্লাস, প্যাকেজিং, উপাদান ও মজুরি বৃদ্ধিকে মদের দাম বাড়ার কারণ হিসেবে দেখানো হচ্ছে।
এদিকে, জার্মানিতে আমদানিকৃত মদের দামও বেড়েছে। সাত সেন্ট ইউরো বেড়ে প্রতি লিটার মদ বিক্রি হচ্ছে তিন দশমিক ৬৪ ইউরোতে।