বাটলার-মালানের বিদায়ে মিরপুর বাংলাদেশের নিয়ন্ত্রণে
ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের পর আবারও ইতিহাস গড়ার হাতছানি ছিল সাকিব-মিরাজদের সামনে। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লক্ষ্য ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। সেই লক্ষ্যে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৫৯ রানের লড়াকু লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। আর এই সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারারেও দুই অভিজ্ঞ ব্যাটার বাটলার-মালানের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল সফরকারীরা। তবে এক মুস্তাফিজের ওভারেই ম্যাচে ফিরেছে বাংলাদেশ। শেষশেষ তাসকিন-হাসানদের ব্যাটিংয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৩-০ ব্যবধানে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল লাল-সবুজের দল। এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ও হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে সাকিব আল হাসানের দল।
নিজের অভিষেকের প্রথম ওভারেই ফিলিপ সল্টকে স্প্যাম্পিং করেন উইকেটের পেছনে থাকা লিটন। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে সেই চাপ সামাল দিয়ে বাটলারকে নিয়ে দুর্দান্ত জুটি গড়ে তোলেন মালান। কোনোভাবেই ভাঙা যাচ্ছিল না এই জুটি। তবে মালানকে ফিরিয়ে শেষমেষ স্বস্তি ফেরালেন মুস্তাফিজ। দলীয় ১০০ রানে উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দিয়ে ফেরেন মালান। মালানের বিদায়ের পরই ফিরে যান বাটলারও। মিরাজের দুর্দান্ত থ্রোতে ৩১ বলে ৪০ রান করে ফেরেন বাটলার।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো শুরু করেছিল দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। রনি আউট হলেও দুর্দান্ ফিফটি তুলে নিয়েছেন লিটন।লিটনের ফিফটিতে বড় স্কোরের পথেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ, তবে দলীয় ১৩৯ রানের মাথায় জর্ডানের বলে মিডউইকেটে সল্টকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। টি-২০তে যা তার ক্যারিয়ারসেরা ইনিংস। বাংলাদেশের দলীয় স্কোর ১৮ ওভার শেষে ১৪০ রান। আজ মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আস্থার প্রতিদান দিয়েছেন রনি-লিটন।
৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৫৩ রান তুলে ফেলেছিল লিটন-রনি জুটি। তবে জুটি আর বড় করা হয়নি তাদের। দলীয় ৫৫ রানের মাথায় রশিদের বলে রশিদকেই ক্যাচ দিয়ে ফেরেন রনি। ২২ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। রনি ফেরার পর শান্তকে নিয়ে জুটি গড়েন লিটন। প্রথম দুই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে না পারলেও এই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছেন লিটন। তুলে নিয়েছেন ৪১ বলে অর্ধশতক।
এর আগে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের স্কোর ছিল ৪৬ রান। দলীয় ৪৩ রানে জীবন পান রনি। আর্চারের বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন রনি। তবে সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি রেহান আহমেদ।
বাংলাদেশ একাদশে আজ নাসুমের পরিবর্তে স্পিনার তানভীর ইসলাম ও আফিফ হোসেনের পরিবর্তে একাদশে ফিরেছে শামীম পাটোয়ারি। আজকের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো স্পিনার তানভীরের। বিপিএলে দুর্দান্ত খেলা এই স্পিনার জাতীয় দলের জার্সিতে জ্বলে উঠতে পারেন কি না তাই এখন দেখার বিষয়।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। প্রথম দুই ম্যাচ হেরে গেলেও ঘুরে দাঁড়ানোর শক্তি আছে জস বাটলারদের। নিজেদের শক্তি কাজে লাগিয়ে ইংলিশরাও চাইবে শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরতে। এবার সাকিবদের সামনে সেই লক্ষ্য পূরণ হয় কি না, সেটাই দেখার অপেক্ষা। সিরিজ ইতিহাস গড়া শেষ বাংলাদেশের। সামনে এখন হাতছানি ঐতিহাসিক সিরিজটাকে আরও রাঙিয়ে নেওয়ার। মধুর সমাপ্তি ঘটানোর।