ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়ে বাংলাওয়াশের স্বাদ দিল টাইগাররা। যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে প্রথমবার এমন কীর্তি গড়ল বাংলাদেশ।
লড়াই করেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে দুই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়নদের টি-২০ সিরিজে হারিয়ে সেই প্রতিশোধ নিতে ভুল করেনি সাকিবের দল। হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ জয়ের স্বাদ পাওয়া বাকি ছিল বাংলাদেশের। এবার সেই অপেক্ষাও শেষ হলো। সিরিজ জিতেছে সাকিব আল হাসানের দল।