আপনার জিজ্ঞাসা
বয়স বাড়লেও স্ত্রীর প্রতি কেমন ভালোবাসা থাকা উচিত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০০০তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, বয়স বাড়লেও স্ত্রীর প্রতি কেমন ভালোবাসা থাকা উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মানুষের সৌন্দর্য সবসময় একরকম থাকে না। বয়স বাড়লে তা কমে। আমার প্রশ্ন হলো, বয়স বাড়ার পর স্ত্রীর সৌন্দর্যহারা হলেও তাকে কেমন ভালোবাসা উচিত?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে আসলে যে প্রশ্ন করেছেন, তা হয়তো আপনি নিজের ধারণা থেকে বলেছেন। দেখুন একজন মানুষ যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসেন তার ভালোবাসা কখনোই কমার কথা নয়। যে নারী কোনো পুরুষের ভালোবাসার ওপর জীবনের বিশাল অংশ কাটিয়ে দেবে এক পর্যায়ে তার সৌন্দর্য কমে গেলে যে তার প্রতি ভালোবাসা কমে যাবে এটা ভাবাই উচিত নয়। যৌবন চলে গেলে ভালোবাসা কমে যাবে—এটা কখনো হতে পারে না। কারণ ভালোবাসা কোনো বাহ্যিক বিষয় নয়। এটা সাময়িক বিষয়ও নয়। আল্লাহ দাম্পত্য জীবনের সাথে দুটি বিষয় যুক্ত করে দিয়েছেন। তা হলো—সম্প্রতি ও দয়া। ভালোবাসা থাকলে এই দুটি জিনিস সবসময় থাকবে। স্ত্রীর বয়স বাড়লে, যৌবন কমে যাবে এই জন্য কি তাকে তাড়িয়ে দেবেন? কখনোই না। এটা ইসলামের বিধান নয়। এসব ভাবার কোনো অবকাশই নেই। কারণ ভালোবাসা শুধু বাহ্যিক দিক দেখে হয় না। এখানে অনেক কিছু জড়িয়ে থাকে।