সুপ্রিম কোর্টের বিএনপিপন্থি সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থীসহ ১১২ জনের বিরুদ্ধে মামলা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিন আওয়ামী লীগ ও বিএনপিপন্থিদের মাঝে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপিপন্থি আইনজীবী প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ১১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (১৫ মার্চ) রাতে শাহবাগ থানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক আডভোকেট মনিরুজ্জামান বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
জানা যায়, বিএনপি সমর্থক আইনজীবীদের সাথে পুলিশ ও সরকার সমর্থক আইনজীবীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। বেলা সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় পুলিশও বিএনপি সমর্থক আইনজীবীদের ধরতে অ্যাকশনে যায়।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের কক্ষসহ বেশ কয়েকটি আইনজীবীদের কক্ষের গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।