কিশোরগঞ্জে গ্রাহকের ২০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক এজেন্ট
কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রাহকের প্রায় ২০ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে ব্যাংক এজেন্টের বিরুদ্ধে। অভিযুক্ত মো. আলমগীর উপজেলার বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট।
ভুক্তভোগী গ্রাহকেরা জানান, এই এলাকার অনেকের স্বজনই প্রবাসী। তাঁদের পাঠানো টাকা উপজেলার ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জমা করেছিলেন ডিপিএস হিসেবে। সেই টাকার ওপর প্রতি লাখে এক হাজার টাকা সুদও পাচ্ছিলেন তারা। কিন্তু রোববার শাখায় যেয়ে সেটি তালাবদ্ধ পান তারা। এরপর ওই এজেন্ট ও শাখা ব্যবস্থাপকেরও কোনো খোঁজ মিলছে না। এর ফল জমা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শতাধিক গ্রাহক।
তাঁদের দাবি, হোসেনপুরসহ আশপাশের প্রায় ৪০০ গ্রাহকের ২০ কোটির বেশি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এজেন্ট আলমগীর ও তাঁর সহযোগীরা এবং তাদের কাছে নিজেদের টাকা রাখার প্রমাণ হিসেবে এজেন্ট আলমগীরের স্বাক্ষর করা চেক রয়েছে।
ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক রোকন উদ্দিন জানান, তিনদিন ধরে বোর্ড বাজারের এজেন্টের সঙ্গে তাঁদের যোগাযোগ বন্ধ আছে। আলমগীর, তাঁর অংশীদার ও এজেন্ট ব্যাংকিং ব্যবস্থাপক উধাও হয়ে যাওয়ায় গ্রাহকেরা চেক হাতে ঘুরলেও টাকা তুলতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।