আইপিএলে দিল্লির নেতৃত্বে ডেভিড ওয়ার্নার
সড়ক দুর্ঘটনার কবলে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরেও খেলতে পারবেন না তিনি। পন্থ না থাকায় নতুন অধিনায়ক নির্বাচন করতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। নতুন আসরে নেতৃত্বের ভার অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ওপর দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে ওয়ার্নারকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছে দিল্লি। ওয়ার্নারকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, 'পন্থ, যিনি বর্তমানে পুনর্বাসন ও সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, তার বদলে অধিনায়কত্ব পেয়েছেন ওয়ার্নার।'
দিল্লির দলনেতা হওয়ার প্রতিক্রিয়ায় ওয়ার্নার বলেছেন, 'এই ফ্র্যাঞ্চাইজি সব সময়ই আমার কাছে নিজের ঘরের মতো এবং এতগুলো প্রতিভাবান খেলোয়াড়কে নেতৃত্ব দেওয়া নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত।'
গত জানুয়ারিতে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। গাড়ি চালানোর সময়ে ঘুমিয়ে পড়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছিল পুলিশ। দুর্ঘটনার সময়ে পন্থের গাড়িতে আগুন ধরে যায়। কৌশলে নিজেকে রক্ষা করলেও বেশ আঘাত পেয়েছেন তিনি। গাড়ি দুর্ঘটনা মাথায়, পিঠে, হাঁটুতে চোট পান তিনি। তবে আশার খবর হলো তিনি শঙ্কামুক্ত আছেন। আপাতত ২৫ বছর বয়সী তারকা পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। পুনর্বাসন শেষে মাঠে ফিরতে কত সময় লাগবে তা এখনও নিশ্চিত নয়। তাই আসন্ন আইপিএলেও খেলা হচ্ছে না তাঁর।