ইমরান খানকে আদালতে হাজিরের নির্দেশ বিচারকের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) এ আদেশ দেন। আলোচিত তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন জাফর ইকবাল। খবর দ্য ডনের।
তোশাখানা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল চেয়ে গতকাল বুধবার ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে হাইকোর্ট তাঁর আবেদন নাকচ করে দেন। একই সঙ্গে বিনাশর্তে তাকে ১৮ মার্চ আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়। বিচারক বলেন আদালতের যে কোনো আনুকূল্য চাওয়ার আগে তাকে বিনাশর্তে আত্মসপর্মণ করতে হবে।
এর আগে তোশাখানা সংক্রান্ত মামলার শুনানিতে বারবার অনুপস্থিত থাকায় গত সোমবার ইমরান খানের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক জাফর ইকবাল। ইমরান খানকে গ্রেপ্তার করে ১৮ মার্চ আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন আদালত। এরপরই তাকে ধরতে তার লাহোরের জামান পার্কের বাসায় অভিযান চালায় পুলিশ। কিন্তু ইমরানের দলীয় কর্মী ও সমর্থকরা আগে থেকেই জামান পার্কের সামনে অবস্থান নিয়ে সে গ্রেপ্তারে বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় সমর্থকদের। এক পর্যায়ে তাকে গ্রেপ্তার না করেই ফিরে আসে পুলিশ।
প্রধানমন্ত্রী থাকাকালে তোশাখানা থেকে রাষ্ট্রীয় উপহার কেনাবেচার তথ্য গোপনের অভিযোগ আনা হয় পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেট অধিনায়কের বিরুদ্ধে। তবে তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।