মন্ত্রীদের টিকটক ব্যবহার নিষিদ্ধ করল যুক্তরাজ্য
মোবাইল ফোনসহ সরকারের সব ধরনের ডিজিটাল ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। সরকারি গোপনীয়তা সুরক্ষা, সাইবার নিরাপত্তা বাড়ানো এবং তথ্য চুরি ও হ্যাকিং ঠেকাতেই বৃহস্পতিবার (১৬ মার্চ) চীনের তৈরী এই ভিডিও অ্যাপটি বন্ধের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। খবর রয়টার্সের।
এর ফলে এখন থেকে মন্ত্রী-এমপি ও সরকারি কর্মকর্তারা তাদের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটারসহ কোনো ইলেকট্রনিক ডিভাইসে টিকটিক ব্যবহার করতে পারবেন না। মূলত দেশটির মন্ত্রীদের টিকটক ব্যবহার ঠেকাতেই এই নিষেধাজ্ঞা। যুক্তরাজ্যের অভিযোগ মন্ত্রীদের ফোনে থাকা ব্যক্তিগত ও সরকারি গোপনীয় তথ্য-দলিল হাতিয়ে নিচ্ছে চীন সরকার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডা সরকারি সব ধরনের ডিজিটাল ডিভাইসে টিকটক অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করে। এর আগে যুক্তরাষ্ট্র , ইউরোপীয় ই্উনিয়নও একই সিদ্ধান্ত নেয়। এদের পথ অনুসরণ করে অ্যাপটি বন্ধে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চাপ দিচ্ছিলেন বেশ কয়েকজন সিনিয়র এমপি।
এদিকে ব্যবহারকারীর তথ্য চুরি করে চীন সরকারের হাতে তুলে দেয়ার অভিযোগ অস্বীকার করেছে টিকটক কর্মকর্তারা।
ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করে লন্ডনস্থ চীন দূতাবাস বলছে এই সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুক্তরাজ্যের ব্যবসার সুনাম ক্ষুণ্ন হবে।