মেয়র তাপসকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো মামলার প্রতিবেদন ২ মে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলেরর তারিখ পিছিয়ে আগামী ২ মে ধার্য করেছেন আদালত। আজ রোববার (১৯ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে, এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।
নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ১৭ এপ্রিল রাতে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষ হয়। এই সময় মেয়র তাপসকে নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে অজ্ঞাত ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। শাহবাগ থানায় ২৮ এপ্রিল মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।