ব্রাহ্মণবাড়িয়ায় দেবরের বিরুদ্ধে পেট্রোল ঢেলে ভাবিকে পুড়িয়ে দেওয়া অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় দেবরের বিরুদ্ধে ভাবিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া অভিযোগ উঠেছে। শরীরের অধিকাংশ দগ্ধ লতিফা বেগম (৪২) বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সেখানের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, আশংকাজনক লতিফাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
লতিফা বেগমের স্বামী মো. জাকারিয়ার অভিযোগ, তাঁর স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে তারই ভাই জালাল মিয়া। পারিবারিক কলহের জেরে আজ রোববার (১৯ মার্চ) এই ঘটনা ঘটিয়েছে সে। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উত্তর দাররা গ্রামে।
জাকারিয়া আরও জানান, চার-পাঁচ দিন আগে লতিফা বেগমের সঙ্গে তাঁর ভাইয়ের কথা কাটাকাটি হয়। এমনকি, দুই ভাইয়ের মধ্যেও বাধে বাকবিতণ্ডা। সেই ঘটনার জেরে আজ দুপুর ১২টার দিকে লতিফা যখন পিঠা বানাচ্ছিলেন, তখন পেছন থেকে এসে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন জালাল মিয়া। এতে লতিফা বেগমের সারা শরীরে আগুন ধরে যায়। পরে তাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এনটিভি অনলাইনকে বলেন, ‘লতিফার শরীরের অধিকাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশংকাজনক। আমরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছি।