সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরলেন লিটন
প্রথম ওয়ানডেতে রানের পাহাড় গড়ে ওয়ানডে ইতিহাসে রেকর্ড জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবার সুযোগ এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেওয়া। সেই লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করছে স্বাগতিকরা। দুর্দান্ত ফিফটির পর সেঞ্চুরির আশা জাগিয়ে সাজঘরে ফিরলেন লিটন।
আজ সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে দুই ওপেনার তামিম-লিটন। প্রথম ওয়ানডেতে নিজেদের সুনাম ধরে রাখতে পারেননি এই দুই ব্যাটার। তাই দ্বিতীয় ওয়ানডেতে হন সাবধানী। একটা তারা বড় জুটি গড়ার আশাও জাগিয়ে তোলেন। তবে, দলীয় ৪২ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তামিকে। ৩১ বলে ২৩ রান করে ফিরতে হয় তামিমকে।
তামিমের বিদায়ের পর শান্তকে নিয়ে জুটি গড়ে তোলেন লিটন। তুলে নেন ৫৪ বলে ক্যারিয়ারের অষ্টম ফিফটি। ৭১ বলে ৭০ রানের কার্যকরী ইনিংস খেলে মিডউইকেটে ম্যাকব্রাইনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।
লিটনের বিদায়ের পর সাকিবে নিয়ে জুটি গড়েছে নাজমুল শান্ত। এই দুই ব্যাটারের ব্যাটে ২৬ ওভার শেষে বাংলাদেশের দলীয় স্কোর ২ উইকেট হারিয়ে ১৪৫ রান।