মাগুরায় বাস দুর্ঘটনায় নিহত ১
মাগুরা সদরে যাত্রীবাহী বাস ও মালবাহী গাড়ির সংঘর্ষে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে যশোর-মাগুরা সড়কের জাগলা তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত সজীব মালবাহী গাড়িটির চালক। তার বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার মান্দারতলা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সজীবের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’