বিস্ফোরণে দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া কুলসুম বেগম মারা গেছেন
বিস্ফোরণে দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া কুলসুম বেগম শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। দশদিন আগে সেখানেই সন্তান জন্ম দিয়েছিলেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় কুলসুম মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধ নারীর শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল। তিনি ইনহ্যালেশন বার্ন হয়েছিলেন।
এর আগে গত ১৩ মার্চ বেলা ১১টার দিকে দগ্ধ অবস্থায় কুলসুম বেগমের সিজার করা হয়। সিজারে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। ওই শিশুটির ওজন কম হওয়ায় তাকে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসা চলছে।
কুলসুমের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ জানান, আমার স্ত্রী আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ছেলেটা এখনো এনআইসিইউতে ভর্তি। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। চিকিৎসকরা রাতেই গাইনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন। তখন থেকেই কুলসুমকে অবজারভেশনে রেখেছিলেন। সকালে কুলসুমকে অস্ত্রোপচার কক্ষে নেয়।
প্রসঙ্গত, এর আগে রোববার সন্ধ্যার দিকে ফতুল্লা মাসদাইর এলাকার ১০তলা বাসার ৬তলায় এ ঘটনা ঘটে।