দ্বিতীয় দিনের মতো পালিত হলো এবি পার্টির গণ-ইফতার কর্মসূচি
রোজাদারদের সম্মানে এবি পার্টির মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচির দ্বিতীয় দিন আজ শনিবার (২৫ মার্চ) পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে বিকেল সাড়ে ৫ টায় আজও শত শত সামর্থহীন রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
আজ ইফতার বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুফাস্সির পরিষদের যুগ্ম মহাসচিব নয়াটোলা মধুবাগ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মাওলানা মো. এমরানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।
পল্টন, বিজয়নগর, সেগুন বাগিচাসহ আশপাশ এলাকার বিপুল সংখ্যক রোজাদারেরা বিজয়-৭১ চত্বরে একসঙ্গে বসে ইফতার করেন।
ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. এমরানুল হক বলেন, ‘দেশের মানুষের নিদারুন অর্থকষ্টের দিনে এবি পার্টি এই ধরনের উদ্যোগ নিয়ে শুধু সামাজিক-রাজনৈতিক দায়িত্বই পালন করছে না, একইসঙ্গে তারা অনেক মানুষকে সওয়াব অর্জনের সুযোগ করে দিয়েছে।’ এই দুঃসময় দূর করতে রোজাদারদের অধিকার সচেতন হওয়ার জন্য তিনি তাগিদ দেন।
সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মন্জু বলেন, ‘মসজিদের সামনে এখন বহু সাহায্যপ্রার্থীকে দেখা যায়, যারা প্রকৃতার্থে ভিক্ষুক নয়। অভাবের তাড়নায় লাজলজ্জা বাদ দিয়ে তারা আজ হাত পাততে বাধ্য হচ্ছে। মানুষের দুঃখ দুর্দশা এত চরম মাত্রায় পৌঁছেছে যে তারা আজ হিতাহিত জ্ঞানশূন্য। এটা একটা সমাজের জন্য চরম অশনি সংকেত।’