আপনার জিজ্ঞাসা
চাঁদ দেখার আগে ফিতরা দেওয়া যাবে কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১ম পর্বে টেলিফোনের মাধ্যমে ফারুক আহমেদ জানতে চেয়েছেন, চাঁদ দেখার আগে ফিতরা দেওয়া যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : চাঁদ দেখার আগে ফিতরা দেওয়া যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ফিতরা দেওয়ার ওয়াজিব হলো—যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে তখন দেওয়া যাবে। এক হাদিস অনুসারে, ঈদের একদিন বা দুদিন আগে ফিতরা দেওয়ার কথাও বলা আছে। তাই ঈদের একদিন বা দুদিন আগে আপনি চাইলে দিতে পারবেন। কিন্তু আপনি এর চেয়ে বেশি দিন আগে ফিতরা বের করে দিতে পারবেন না। সেটা আবার জায়েজ নেই। কারণ প্রতিটি জিনিসেরই একটি উদ্দেশ্য থাকে। মূলত ঈদের দিনে গরিব-মিসকিনদের খাবার দেওয়ার আয়োজন করার জন্য এটা দেওয়া হয়। এখন আপনি যদি ৫ দিন আগে দিয়ে দেন তাহলে তো তার খাবার শেষ হয়ে যাবে। এটা আসলে ঈদের সঙ্গে জড়িত। তাই সেভাবেই দিতে হবে।