লিটনের ব্যাটিং ঝড় থামাল আয়ারল্যান্ড
সাগরিকায় টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার মিলে ওপেনিংয়ে উড়ন্ত শুরু এনে দিয়েছেন বাংলাদেশকে। দুজনেই খেলেন হাতখুলে। তাতে করে শুরুর ৪.১ ওভারেই স্কোরবোর্ডে ৫০ রান তুলতে পারে সাকিব আল হাসানের দল।
দুই ওপেনারের ব্যাটে চড়ে বড় ইনিংস গড়ার পথে হাঁটছিল বাংলাদেশ। তবে অষ্টম ওভারে এসে এই জুটি ভাঙতে পেরেছে আইরিশরা। ইয়ংয়ের বলে ৪৭ রান করে বিদায় নিয়েছেন লিটন। তবে ডানহাতি ওপেনার ফিরলেও রানের চাকা সচল আছে বাংলাদেশের।
ওয়ানডে সিরিজের সুখস্মৃতি নিয়ে এবার আয়ারল্যােন্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ সোমবার (২৭ মার্চ) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে কেবল একটিই পরিবর্তন এনেছে সাকিব আল হাসানের দল। একাদশে ফেরানো হয়েছে নাসুম আহমেদকে। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন তানভীর আহমেদ। তাছাড়া এই সিরিজের এই সিরিজের স্কোয়াডেই নেই তানভীর। তাই এই পরিবর্তন আসা অনুমিতই ছিল।
অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচ থেকে আজকের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে। এ ছাড়াও একাদশে নেই স্টিভেন ডোহেনি, নেইল রক, ফিওন হ্যান্ড ও ব্যারি ম্যাকার্থি।
তাঁদের বদলে জায়গা পেয়েছেন পল স্টার্লিং, লরকান টাকার, ক্রেইগ ইয়াং, গ্রাহাম হিউম, গ্যারেথ ডেলানি।