ইফতার পার্টি না করে টাকা ও খাদ্য গরিবদের দেবে আ.লীগ
আওয়ামী লীগের পক্ষ থেকে এবার রমজানে কোনো ইফতার পার্টির আয়োজন করা হবে না। ইফতারের টাকা ও খাবার সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (২৭ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আওয়ামী লীগ সরকার আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিএনপির আমলে ৬২ হাজার কোটি টাকা ছিল বাজেট, যেটা আমরা ছয় হাজার কোটি টাকার বাজেট দিতে পেরেছি।’
বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা ক্ষমতায় থাকতে দেশের মানুষকে কী দিয়েছে? দেশের মানুষকে কিছু দিতে পারেনি। নিজেরা নিয়েছে। কী পরিমাণ নিয়েছে, সেটা তো আগেই বলেছি, আর বলতে চাই না। এদেশের মানুষের সঙ্গে জানা উচিত। তারা কীভাবে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে।’
রমজানে আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘আমরা রমজান ইফতার পার্টি করতাম। এবার রমজানে আমরা ইফতার পার্টির না করে সব টাকা ও খাদ্য সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মানুষের জন্য কাজ করি। মানুষের কল্যাণে কাজ করি।’