১৩ বছরে ২২ উন্নয়নশীল দেশকে ২৪ হাজার কোটি ডলার ঋণ দিয়েছে চীন
২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ২২টি উন্নয়নশীলকে দেশকে ২৪ হাজার কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। দেশটি থেকে ঋণ পাওয়া এই ২২ দেশ বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভভুক্ত (বিআরআই)। সম্প্রতি এই ঋণের পরিমাণ আরও বেড়েছে। এমনকি ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হচ্ছে চীন থেকে ঋণ পাওয়া দেশগুলো। এর জেরে দেশগুলোকে বেইল আউট ঋণ দিচ্ছে চীন। আজ মঙ্গলবার (২৮ মার্চ) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।
যৌথভাবে এই গবেষণাটি চালিয়েছে বিশ্ব ব্যাংক, হাভার্ড কেনেডি স্কুল, এইডডাটা ও দ্য কিয়েল ইনস্টিটিউটের গবেষকরা। তাদের মতে, মূলত বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের অবকাঠামো নির্মাণ করতে গিয়ে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এসব দেশকে সহায়তা করার চেষ্টা করেছে বেইজিং।
গবেষকদের প্রতিবেদন অনুযায়ী, ১৩ বছরে চীন যে ২৪ হাজার কোটি ডলার ঋণ দিয়েছে তার ৮০ শতাংশ দিয়েছে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত।
রয়টার্স বলছে, উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো উন্নয়নে শত শত কোটি ডলার ঋণ দিয়েছে। তবে, সেগুলোর বেশিরভাগই ব্যবসা সফল হয়নি। এমনকি অনেক দেশ বিভিন্ন প্রজেক্টের লভ্যাংশ দিতে পারেনি। এর জেরে ২০১৬ থেকে ঋণ দেওয়া কমিয়ে দিয়েছে চীন।
এই প্রতিবেদনের অন্যতম লেখক ও বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কারমেন রেইনহার্ট বলেন, ‘বেইজিং নিজের দেশের ডুবন্ত ব্যাংকগুলোকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। এ কারণেই আন্তর্জাতিক ঋণ গ্রহীতাদের বেইল আউট করছে তারা।’
যৌথ গবেষণার প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সাল নাগাদ চীনের আন্তর্জাতিক বেইল আউট ঋণ দেওয়ার পরিমাণ পাঁচ শতাংশ ছিল। কিন্তু, ২০২২ সালের মধ্যে এটি বেড়ে ৬০ শতাংশে উপনীত হয়েছে।
চীনের থেকে ঋণ নেওয়ার তালিকায় সবার ওপরে রয়েছে আর্জেন্টিনা। দেশটি নিয়েছে ১১ হাজার ১৮০ কোটি ডলার। চার হাজার ৮৫০ কোটি ডলার ঋণ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে মিসর। দেশটি নিয়েছে এক হাজার ৫৬০ কোটি। এ ছাড়া নয়টি দেশ নিয়েছে ১০০ কোটি ডলার করে।
চীনের পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) সবচেয়ে বেশি ১৭০ বিলিয়ন বেইল আউট ঋণ প্রদান করেছে। ব্যাংকটির ঋণ পাওয়ার তালিকায় রয়েছে সুরিনাম, শ্রীলঙ্কা ও মিসর। এর মধ্যে চীনের রাষ্ট্রীয় ব্যাংক ও কোম্পানিগুলোকে ব্রিজ লোন দিয়েছে ৭০ বিলিয়ন ডলার।
এদিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিক রাখতে পিবিওসির বেইল আউট ঋণের অর্থ ব্যবহার করছে বেশ কিছু কেন্দ্রীয় ব্যাংক।
চীনের বেইল আউট ঋণ নিয়ে করা এ গবেষণার অন্যতম প্রধান গবেষক ও এইডডাটার পরিচালক ব্র্যাড পার্কস বলেছেন, ‘চীনের ঋণ দেওয়ার বিষয়টি অস্বচ্ছ ও সমন্বয়হীন।’ তবে, বিষয়টি অস্বীকার করে চীনা সরকার বলছে, বিদেশে বিনিয়োগগুলো উন্মুক্ত ও স্বচ্ছতার নীতির ভিত্তিতে পরিচালিত হয়েছে।