ক্যারিয়ারসেরা ইনিংস খেলে থামলেন লিটন
বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। টসে হেরে আগে ব্যাট করতে নেমেই দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের ঝড়ো ব্যাটিংয়ে শুরুতেই বড় সংগ্রহের ভিত গড়ে ফেলে সাকিব আল হাসানের দল। দুই ওপেনারই খেলেন হাতখুলে।
এরই মধ্যে মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড গড়েছেন লিটন দাস। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম। রনিও ছুটছিলেন দারুণ ছন্দে। দুই ওপেনারের ব্যাটে চড়ে দলীয় স্কোর ১০০ ছাড়িয়ে যায় বাংলাদেশ। অবশেষে দশম ওভারে ভাঙে এই জুটি। ১২৪ রানের মাথায় রনিকে বিদায় করে আইরিশরা। এরপর ক্যারিয়ারসেরা ইনিংস খেলে থামেন লিটন। ৮৩ রানে তাকে বিদায় করে স্বস্তিতে ফেরে আয়ারল্যান্ড।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টসের পরপরই সাগরিকায় নামে ঝুম বৃষ্টি। ১০০ মিনিট অপেক্ষার বৃষ্টি থেমেছে। বৃষ্টির পর বিকেল ৩টা ৪০ মিনিটে মাঠের লড়াইয়ে নামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
সাধারণত ম্যাচ প্রতি এক ঘণ্টা করে অতিরিক্ত সময় ধরা হয়। সেটা পেরিয়ে যাওয়াতে যথারীতি এই ম্যাচেরও দৈর্ঘ্য কমেছে। প্রথমে এক ওভার কমানো হয়। পরে সেটা কমিয়ে আনা হয় ১৭ ওভারে। সুতরাং সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ১৭ ওভার করে।
এর আগে সিরিজের প্রথম ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। তবে সেদিন বৃষ্টি নামে দ্বিতীয় ইনিংসের সময়। প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর দৈর্ঘ্য কমে যায় ম্যাচের। শেষ পর্যন্ত ৮ ওভারে দ্বিতীয় ইনিংস শেষ করতে হয় আয়ারল্যান্ডকে। বৃষ্টি আইনে ১০৪ রানের লক্ষ্য পাওয়া আইরিশরা হেরে যায় ২২ রানে।
আগের ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছিল বাংলাদেশ। যা এক প্রকার অনুমিতই ছিল। ওই একাদশ নিয়ে জয়ও এসেছিল অনায়সে। তাই জয়ের কম্বিনেশন আর ভাঙেনি বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে আনেনি কোনো পরিবর্তন।
অন্যদিকে প্রথম ম্যাচে হেরে যাওয়া আয়ারল্যান্ড একটি পরিবর্তন এনেছে একাদশে। ক্রেইগ ইয়ংয়ের বদলে একাদশে ফিরিয়েছে পেস বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ডকে।
বাংলাদেশের ক্রিকেটে চলছে বসন্তের সুবাতাস। সঙ্গে লাকি ভেন্যু চট্টগ্রামে খেলা, যে মাঠ সবসময় দুহাত ভরে দিয়েছে বাংলাদেশকে। আজই তাই সিরিজ নিজেদের করে নিতে চান সাকিব আল হাসানরা। তাহলে মাত্রই আগের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাই করার পর এটি হবে বাংলাদেশের টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়।