সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন লিটন
ওয়ানডেতে দুর্দান্ত বাংলাদেশ টি-টোয়েন্টিতে ছিল ছন্দহীন। কিন্তু খোলনলচে বদলে গেছে। টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন সমীহ জাগানিয়া দল। খেলোয়াড়দের মানসিকতা আর খেলার ধরনে দেখা যাচ্ছে পরিবর্তন। যার ফলস্বরূপ দল হিসেবেও সাফল্যের দেখা মিলছে নিয়মিত। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডকেও সিরিজ হারাল বাংলাদেশ। এমন জয়ের দিনে এক সাংবাদিকের ওপর চটলেন ওপেনার লিটন দাস।
আজ বুধবার (২৯ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন দাস যেন রুদ্রমূর্তি ধারণ করেন। মাত্র ৪১ বলে খেলেন ৮৩ রানের ঝড়ো ইনিংস। এমন দুর্দান্ত ইনিংসে ভর করে বড় জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের পর নিজের অনুভূতি জানাতে প্রেস কনফারেন্সে হাজির হন লিটন।
তবে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে রীতিমতো ক্ষেপে যান লিটন। সংবাদ সম্মেলনে দুই বিশ্বকাপের প্রসঙ্গ টেনে লিটনকে প্রশ্ন করা হলে তিনি শুরুতে ছোট কথায় দেন জবাব, ‘(উদ্বোধনী জুটির) সঙ্গী বদলে গেছে, হয়ে গেছে (পারফরম্যান্সও পরিবর্তন)।’ এরপরই প্রশ্নকর্তার দিকে রাগান্বিত কণ্ঠে পেছনের কথা টানার কারণ জানতে চান তিনি, ‘আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যে কোনো সময় যখন প্রশ্ন করেন, পেছনের কথা কেন টানেন? নতুন যে জিনিসটা হচ্ছে, এটা কি ভালো লাগছে না? দুই বছর, এক বছর... আগের জিনিস টানার তো কোনো দরকার নেই। এখন ভালো খেলছি। এই জুটিটা কতটা যেতে পারে, দেখি।’
ব্যাটিংয়ে লিটন যতটা মুগ্ধ করলেন, অনুভূতি প্রকাশ করতে গিয়ে ততটাই পিছিয়ে থাকলেন, ‘ভালো অনুভূতি।’ মাঠেই নিজের রেকর্ডের কথা জেনেছেন কি না প্রশ্নের উত্তরে আরও সাদামাটা তার উত্তর, ‘না, আমি আগেও বলেছি কখনই রেকর্ড নিয়ে চিন্তা করি না।’
যেভাবে দল ধারাবাহিকভাবে জিতছে তাতে তৃপ্ত এ ব্যাটসম্যান, ‘অবশ্যই। জেতার জন্যই তো মাঠে নামি আমরা সবসময়। যেভাবে জিতেছি অবশ্যই... আমরা যে চিন্তা-ভাবনা করছিলাম, যেভাবে ক্রিকেটটা খেলতে চাচ্ছিলাম, যেই ব্র্যান্ড অব ক্রিকেট, আমার মনে হয় শেষ দুই ম্যাচ আমরা ওভাবে খেলেছি।’
রনির সঙ্গে খেলে মজা পাচ্ছেন কি না জানতে চাইলে লিটন আরও বলেন, ‘যে শুরু আমরা দিয়েছি, আমার মনে হয় টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে এটাই সর্বোচ্চ। এর চেয়ে বড় কিছু তো আর হতে পারে না। এখন টানা প্রতিটা ম্যাচেই আপনি এই সাফল্য পাবেন না যে যাব আর দুজনই হিট করা শুরু করব। এমন সময় আসবে যে, ভুগতে হবে। তবে তার সাথে ব্যাটিং করে অনেক মজা পাচ্ছি।’