ঈদে নৌযান চলাচল নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেওয়া হয়েছে : নৌ-প্রতিমন্ত্রী
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীবাহী নৌযান বা লঞ্চ চলাচল নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান, ফেরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।
আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) নৌপরিবহণ মন্ত্রণালয়ে নৌপথে সুষ্ঠুভাবে নৌযান চলাচল সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু ও মহাসড়কগুলোতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ আছে। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবস্থা গ্রহণ করবে।’
খালিদ মাহমুদ বলেন, ‘এখানে একটি বড় বিষয় হচ্ছে, এপ্রিল মাসে কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা থাকে খুবই বেশি। সেক্ষেত্রে আমাদের আবহাওয়া বার্তা মেনে চলতে হবে। যাত্রীদের সুবিধার জন্য ঢাকা সিটি করপোরেশন ও আমাদের নৌপুলিশ আরও সতর্কতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করবে। সদরঘাট এলাকায় বিশেষ করে যখন লঞ্চগুলো চলে যাবে, তখন বা ভোররাতে যখন এখানে বার্থিং করবে, তখন এই জায়গায় কোনো ছোটো নৌযান চলাচল নিষিদ্ধ থাকবে। আমরা বিষয়টি কঠোরভাবে নজর রাখব।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পুরনো লঞ্চগুলো মালিকরা এরই মধ্যে সরিয়ে ফেলেছে। আরও আধুনিক মানের লঞ্চ সংযুক্ত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। অনেকে ধারণা করেছিল, পদ্মা সেতু হয়ে গেলে দক্ষিণাঞ্চলের মানুষ আর লঞ্চ ব্যবহার করবে না, কিন্তু কথাটা ভুল প্রমাণিত হয়েছে।’