আইরিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশ। রেকর্ডের মালা গেঁথে আরও একটি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার আইরিশদের হোয়াইটওয়াশ করার হাতছানি।
সেই লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ শুক্রবার (৩১ মার্চ) মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে আইরিশদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে সাকিব আল হাসানের দল।
প্রথম দুই ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। লিটন দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান, তাসকিন আহমেদরা মিলে দুই ম্যাচে করে দেখিয়েছেন এমন একাধিক রেকর্ড, যা টি-টোয়েন্টিতে কয়দিন আগেও অসম্ভব মনে হতো বাংলাদেশের জন্য। টানা দুই ম্যাচে দলীয় সংগ্রহ ২০০ ছাড়ায় বাংলাদেশের।
বৈশাখের ঝড়ো হাওয়া ছিল দুই ম্যাচেই। বসন্তের মাঝামাঝি বৃষ্টির আনাগোনা, সাগরিকার হিমেল হাওয়ায় খড়কুটোর মতো উড়ে গেল আয়ারল্যান্ড। লাকি ভেন্যু চট্টগ্রাম সবসময় দুহাত ভরে দিয়েছে বাংলাদেশকে। আজ আরেকটি অর্জনের দ্বারপ্রান্তে বাংলাদেশ।
মাত্রই আগের সিরিজে ইংলিশদের ধবলধোলাই করেছে সাকিব-তাসকিনরা। আজ জিতলে ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে টানা দুটো সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের স্বাদ পাবে বাংলাদেশ।
একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারানোটাই পুরো সফরে এখন পর্যন্ত আইরিশদের সবেধন নীলমণি। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বদলেনি ভাগ্য। আইরিশরা চায় রঙিন পোশাকে অন্তত একটি ম্যাচ হলেও জিততে।
আয়ারল্যান্ড একাদশ: মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ফিওন হ্যান্ড।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, রনি তালুকদার, তাওহিদ হৃদয়।