দেশ সম্পর্কে শিক্ষকদের ভাবার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
শিক্ষকদের দেশ সম্পর্কে ভাবার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার (১ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। শিক্ষকদের উদ্দেশ্যে করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা দেওয়ার পাশাপাশি শিক্ষকদের দেশ সম্পর্কে ভাবতে হবে। এতে করেই দেশ অগ্রগতি হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। রাস্তাঘাট হয়ে গেছে। চিকিৎসাব্যবস্থা দোরগোড়ায় পৌঁছে গেছে। এসব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর জন্য।’
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় আলোচনা ও মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ ও ক্ষমতাসীন দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।