আইপিএল ইস্যুতে বিসিবির সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সাকিব
দেশের ক্রিকেটে গত কয়েকদিনে আলোচনায় দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। আইপিএলে খেলতে এই দুই ক্রিকেটারের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে বিসিবির অটল অবস্থান। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই তবে আইপিএলে খেলার অনুমতি পাবেন এই দুই ক্রিকেটার। এমন পরিস্থিতিতে এই ইস্যু নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান।
গতকাল শনিবার (১ এপ্রিল) মোটরবাইক প্রতিষ্ঠান ইয়ামাহার নতুন মডেলের মোটরবাইক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে সাকিবের ছিল ব্যস্ততা। ইফতারের ঠিক আগে আলো ঝলমলে অনুষ্ঠানে সাকিব নিজে চালিয়ে মোটরবাইক উন্মোচন করেন। সেখানে ক্রিকেট নিয়ে চলে আলোচনা। অবধারিতভাবেই সাকিবের আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে।
আইপিএলে নিজের এনওসি দেরিতে পাওয়ার কারণ হিসেবে সাকিব বলেন, ‘আগে থেকেই যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায়, কবে থেকে খেলতে পারবো, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না? সে সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারব। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি এলাউ করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’
এছাড়া জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজুর রহমানের এনওসি নিয়ে সাকিব বলেন, ‘মুস্তাফিজ যদি টেস্ট দলে জায়গা পেত তাহলে হয়তো তারও এখানে থাকতে হতো। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত হোক, ও যেহেতু টেস্ট দলে নেই, তাই যেতে পেরেছে আগে।’
মিরপুরে আগামী ৪ এপ্রিল শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট। এই টেস্ট খেলেই তবে আইপিএলের উদ্দেশে দেশ ছাড়বে সাকিব-লিটন।