পোস্তগোলায় কাভার্ডভ্যানের চাপায় যুবক নিহত
ঢাকার পোস্তগোলা ব্রিজের ঢালে কাভার্ডভ্যানের চাপায় সালাম সিদ্দিক ফরহাদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু শাওলিন (২৬)। গতকাল শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আজ রোববার (২ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাচ্চু মিয়া বলেন, মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টায় ফরহাদকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহতের বড় ভাই এইচ এম সিদ্দিকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামে, বাবার নাম আমির হোসেন। পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকায় থাকতেন। ৩ ভাই ও ১ বোনের মধ্যে ফরহাদ তৃতীয় ছিলেন।
নিহতের বন্ধু তানভির মৃধা জানান, শনিবার ইফতারের পর তারা ৬ বন্ধু মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মাওয়া ঘাটে যান তারা। সেখান থেকে ফেরার পথে একটি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ফরহাদ; আর তার পিছনে বসা ছিলেন শাওলিন। পথে পোস্তগোলা ব্রিজের ইকুরিয়া ঢালে কাভার্ডভ্যানটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল রেলিংয়ের সঙ্গে লেগে তারা ছিটকে পড়েন। তখন ওই কাভার্ডভ্যানটির নিচে পিষ্ট হন ফরহাদ। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ফরহাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে শাওলিনের আঘাত গুরুতর না। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।