সাকিব-লিটনের আইপিএল ইস্যুতে যা বললেন রাজ্জাক
সাকিব আল হাসান ও লিটন দাসের আইপিএলে যাওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি। শুরু থেকেই খেলতে চেয়েছিলেন দুজন। একটা সময় জানা গিয়েছিল বিসিবি তাদের অনাপত্তিপত্র দিয়েছে। বাধা নেই শুরু থেকে খেলতে। সেখান থেকে আবার বদলে যায় দৃশ্যপট। সাকিব-লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করে বোর্ড। এই একটি ইস্যু নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। শেষ পর্যন্ত টেস্ট ম্যাচ খেলবেন দুজনই। তবু কথা থামছে না। আজ রোববার (২ এপ্রিল) এই প্রসঙ্গে কথা বলেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ দলের সাবেক স্পিনার রাজ্জাকের মতে, ‘প্রথমত হচ্ছে সিদ্ধান্ত বোর্ডের। বোর্ড কী চিন্তা করছে সেটাই আসল। একই সঙ্গে ক্রিকেটাররা কী ভাবছে, তা-ও জরুরি। আমি অতদূর যাব না। আমার কাছে ওরা দলে থাকা মানে দলের পরিবেশটা ভালো থাকা।’
সাকিব-লিটন প্রসঙ্গে রাজ্জাক আরও বলেন, ‘সাকিব দলের অধিনায়ক। লিটন এই মুহূর্তে দলের অন্যতম সেরা ব্যাটার। আমরা এখনও এমন দল হয়ে যাইনি যে, আমাদের ৪/৫ জন খেলোয়াড় না থাকলে কোনো সমস্যা হবে না। টেস্ট ম্যাচ এমন একটা জায়গা যেখানে জেতাটা সবসময় বিশেষ কিছু।’
টেস্টে আয়ারল্যান্ড খুব আহামরি দল নয়। এখন পর্যন্ত আইরিশরা মোটে তিনটি টেস্ট খেলেছে। রাজ্জাকের সাবেক সতীর্থ মাশরাফী বিন মোর্ত্তজা বলেছিলেন, চাইলেই বোর্ড ছাড়তে পারতো সাকিব-লিটনকে। মাশরাফীর মন্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্জাক বলেন, ‘এটি যার যার ব্যক্তিগত মতামত। সবার মতামতের প্রতি আমার সম্মান আছে। তবে, আয়ারল্যান্ড এতটা খারাপ দল নয়। হয়তো এই সিরিজে ওরা ভালো করছে না কিন্তু ওদের ৯০ ভাগ খেলোয়াড় কাউন্টিতে খেলেন।’
আব্দুর রাজ্জাকের পুরো মনোযোগ ম্যাচের দিকে। বাইরের বিষয় বাইরে রেখেই মাঠের খেলায় খুব ভালোভাবে জিততে চান তিনি। বুঝতে চান টেস্টে নিজেরা কতটুকু উন্নতি করতে পারছেন।