অস্ট্রেলীয় ব্লগারকে হেনস্তাকারী সেই ব্যক্তি গ্রেপ্তার
অস্ট্রেলিয়ার ব্লগার লিউক ডেমান্টকে হেনস্তার অভিযোগে কালু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২ এপ্রিল) রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তেজগাঁও ও হাতিরঝিল থানা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে এনটিভি অনলাইনকে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।
অপূর্ব হাসান বলেন, অস্ট্রেলিয়ান ওই পর্যটককে হেনস্তা করা কালুর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তাকে আমরা এখনই আদালতে পাঠিয়ে দিচ্ছি। কালু ৮০-এর দশকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ফুল বিক্রি করতেন। তখন তিনি বিদেশিদের ঢাকা ঘুরিয়ে দেখাতেন। সে সময় কিছুটা ইংরেজি শেখেন। এখন বয়সের কারণে কিছুই করেন না। বিদেশিসহ সাধারণ মানুষের কাছ থেকে চেয়ে খান। বিদেশি ওই নাগরিককে হেনস্তা করার কারণেই বিষয়টা সামনে এসেছে।
অপরদিকে, তাঁকে গ্রেপ্তারের বিষয়টি ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজে পোস্ট করায় ধন্যবাদ জানান লিউক ডেমান্ট। আজ সোমবার (৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে পোস্ট করে ট্যুরিস্ট পুলিশ।
ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজে ওই ভিক্ষুকের একটি ছবি এবং ভিডিও লিংকের স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সবসময় আমাদের অতিথিদের অর্থাৎ বিদেশি পর্যটকদের আমাদের সুন্দর বাংলাদেশে স্বাগত জানাই।
পোস্টটিতে লিউক ডেমান্ট তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কমেন্টে বলেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ। আমি সত্যিই আপনাদের দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করছি।
লিউক ডেমান্ট ওই ভিক্ষুককে আঘাত না করার অনুরোধ জানিয়ে আরও লিখেছেন, ‘আপনি যদি লোকটিকে বাংলাদেশে দেখেন, আমার অনুরোধ- দয়া করে তাকে আঘাত করবেন না বা খারাপ কিছু বলবেন না। প্রত্যেকেই জীবনে ভুল করে এবং তার পরিণতির মুখোমুখি হতে হবে।’