বঙ্গবাজারের পাশে এনেক্সকো টাওয়ারে ফের আগুন
রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন। যদিও নির্বাপনে সময় লাগবে বলে জানান তিনি। দুপুরে এ তথ্য জানানোর পর বঙ্গবাজারের আশপাশের মানুষের মধ্যে কিছুটা হলেও শঙ্কা কমে আসে। অতিবাহিত হয় সময়। তবে, সন্ধ্যার দিকে ওই মার্কেটের পাশের এনেক্সকো টাওয়ারে ফের আগুনের শিখা দেখা দেয়। সেটি নেভাতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস।
রাত সোয়া ১০টায় বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন । তিনি বলেন, ‘সন্ধ্যার পরে এনেক্সকো টাওয়ারে আগুন দেখা যায়। সেটি নির্বাপণে কাজ করা হচ্ছে।’
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। বঙ্গবাজারে লাগা ওই আগুন পাশের এনেক্সকো টাওয়ারে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে বলে জানায় ফায়ার সার্ভিস।