মা হলো আইফেল টাওয়ার, শিশুটির নাম আইফেলা
আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক। এটি বিশ্বের সবচেয়ে স্বীকৃত কাঠামোগুলোর মধ্যে একটি। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই আইফেল টাওয়ার দেখতে ফ্রান্সে পাড়ি জমান। কিন্তু আপনি জানলে অবাক হবেন, প্যারিসে বর্তমানে একটি নয়, দুটি আইফেল টাওয়ার আছে।
দ্বিতীয় আইফেল টাওয়ারটি ১০৪ ফুট উচ্চতার। যা দেখতে অবিকল আসলটির মতোই। এটি চ্যাম্প ডি মার্সে আসল টাওয়ারের কাছে স্থাপন করা হয়েছে। এই টাওয়ারটি ‘আইফেলা’ নামে পরিচিত। শিল্পী ফিলিপ মেনড্রন এটি তৈরি করেছেন। তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি অদ্ভুত ঘটনার স্রষ্টা। আমি একটি স্বপ্ন দেখেছিলাম যে আইফেল টাওয়ারের একটি শিশু আছে।’
ফিলিপ মেনড্রন আরও বলেন, ‘আইফেলা তৈরি করার লক্ষ্য হলো প্রশান্তির মুহূর্ত তৈরি করা। সুখ ও শান্তি সৃষ্টি করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেনো শিশু টাওয়ারটিকে মায়ের মতোই বড় দেখায়।’
আইফেলা ৩,৯০০টি বড় টুকরা এবং ৯,০০০টি ছোট ধাতব টুকরা দিয়ে তৈরি। দর্শনার্থীদের জন্য বেশ মজাদার একটি ব্যাপারও রয়েছে এখানে। প্রতি দশ মিনিট পরপর আইফেলা থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসে। একজন প্যারিসিয়ান দর্শনার্থী এএফপিকে বলেন, ‘আমরা একটির দামে দুটি আইফেল টাওয়ার পেয়েছি।’
প্যারিসের মেয়র অ্যান হিডালগো টুইটের মাধ্যমে এই শিশু আইফেল টাওয়ারের আগমনকে স্বাগত জানিয়েছেন। দ্য প্যারিসিয়ান সংবাদপত্রের মতে, আইফেল টাওয়ারের ছোট প্রতিরূপটি ‘আইফেলা’ ১০ এপ্রিল পর্যন্ত ক্যাম্পো দে মার্তেতে প্রদর্শিত হবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস