ক্ষতিপূরণের দাবিতে বঙ্গবাজারে ব্যবসায়ীদের মানববন্ধন
ক্ষতিপূরণের দাবিতে বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন।
আজ বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পুড়ে যাওয়া বঙ্গবাজার ভবনের সামনে একটি ব্যানার নিয়ে ব্যবসায়ীদের মানববন্ধন করতে দেখা গেছে।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, তাদের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।
এসময় ব্যবসায়ীরা জানান, আদর্শ হকার্স মার্কেট, মহানগরী ও বঙ্গ গুলিস্তান- এই তিন অংশ মিলেই বঙ্গবাজার। প্রায় ২২ হাজার বর্গফুটের এই মার্কেটে ৫ হাজারের বেশি ছোট-বড় দোকান রয়েছে। ইতোমধ্যে সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল সকালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্মরণকালের ভয়াবহ আগুনে ধ্বংসস্তুপে পরিণত হয় বঙ্গবাজার। আগুন ছড়িয়ে পড়ে পাশের এনক্সকো ভবনেও। শুরু থেকে ফায়ার সার্ভিসের প্রায় ৫০ ইউনিট আগুন নেভাতে প্রাণন্তকর চেষ্টা চালায়। কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করায় তা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে বেগ পোহাতে হয়।