দিল্লিতে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে শনাক্ত বাড়ল ২৬ শতাংশ
মহামারি করোনাভাইরাসে নতুন ঢেউ দেখা দিয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। দেশটির রাজধানীতে একদিনেই নতুন করে শনাক্ত হয়েছে ৫০৯ জন, যা আগের দিনের তুলনায় ২৬ শতাংশ বেশি। এর আগের দিন সংক্রমণের হার তার আগের দিনের থেকে বেড়েছিল ১৫ দশমিক ৬৪ শতাংশ। আজ বুধবার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি বলছে, সর্বশেষ কয়েকদিনে দিল্লিতে নতুন করে করোনার সংক্রামণ বেড়েছে। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এইচ৩এন৩ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যাও।
চলতি বছরের প্রথম মাসের ৬ তারিখে প্রথম করোনাহীন দিন দেখেছিল দিল্লি। তবে, এরপর থেকেই সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
বুধবার করোনা হালনাগাদ তথ্য দিয়ে ভারতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গোটা ভারতজুড়ে নতুন করে চার হাজার ৪৩৫ মানুষের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। যা গতদিন অর্থাৎ মঙ্গলবার ছিল তিন হাজার ৩৮-এ।
করোনার সংক্রমণের এই ঊর্ধ্বমুখী হার সবশেষ ছয় মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। তাদের তথ্যানুযায়ী, বর্তমানে ভারতে মোট আক্রান্ত রোগীর রয়েছে ২৩ হাজার ৯১ জন।