বিচার বিভাগকে কটাক্ষ না করার আহ্বান প্রধান বিচারপতির
বিচার বিভাগকে কটাক্ষ না করতে রাজনীতিবিদ, আইনজীবী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ব্যারিস্টার শওকত আলী খানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের অন্যান্য অঙ্গের নৈতিকতার স্খলন হলেও বিচার বিভাগ কখনো নৈতিকতা হারায়নি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি শওকত আলী খান নৈতিকতা ও মহানুভবতার যে নজির রেখে গেছেন, তা থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। একই সঙ্গে বিচার বিভাগকে কটাক্ষ করা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সামরিক শাসনামলে সংবিধানকে ছিন্নভিন্ন করা হয়েছে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগই সংবিধানকে রক্ষা করেছে। দেশের ক্রান্তিকালে রাষ্ট্রের নির্বাহী বিভাগ বা শাসন বিভাগে বিভ্রান্তি দেখা গেলেও বিচার বিভাগ কখনোই নৈতিকতা হারায়নি বলেও মনে করেন প্রধান বিচারপতি। সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি।