আপনার জিজ্ঞাসা
তাহাজ্জুদ নামাজের উত্তম সময় কখন?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজের উত্তম সময় কখন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : তাহাজ্জুদ নামাজের শেষ সময় কখন? উত্তম সময় কখন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তাহাজ্জুদ নামাজের শেষ সময় হলো সুবেহ সাদিকের আগ পর্যন্ত। ফজরের আজানের আগ পর্যন্ত। এই সময়ে আপনি পড়তে পারবেন। তাহাজ্জুদ নামাজের উত্তম সময় হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশ। এটা সময়ের হিসেবে ধরলে ১টা থেকে শুরু হয়। এটা ১ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ধরতে পারেন। এই সময়ে পড়াটা উত্তম। বা ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে পড়তে পারেন।