১৪ বছর আগের যে রেকর্ড থেকে মুক্ত হলেন মাশরাফী
মাশরাফী বিন মোর্ত্তজা। এই ক্রিকেটারের নামের পাশে আছে কতশত অর্জন। মাশরাফীর নামের পাশে একটি লজ্জার রেকর্ডও আছে যা হয়তো তিনি ভুলে যেতে চাইবেন। অবশেষে ১৪ বছর আগের সেই লজ্জার রেকর্ড থেকে হাফ ছেড়ে বাঁচলেন বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
সময়টা ২০০৯। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্যে মাশরাফীকে দলে নিয়েছিল আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের দ্বিতীয় আসরে ৬ লাখ মার্কিন ডলারে তাকে দলে ভেড়ায় কেকেআর। যদিও সেসময় ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন দলটিতে একটির বেশি ম্যাচে খেলার সুযোগ পানটি নড়াইল এক্সপ্রেস। ডেকান চার্জাসের বিপক্ষে ম্যাচে কলকাতার হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন মাশরাফী। কিন্তু পারেননি দলের প্রয়োজনে সামর্থ্যের প্রমাণ দিতে।
শেষ ওভারে যখন জয়ের জন্য ২১ রান দরকার ছিল ডেকানের, সেই ওভারে দলকে জেতাতে পারেননি মাশরাফী। দিয়েছেন ২৬ রান। যা ছিল এতদিন পর্যন্ত আইপিএলের ইতিহাসে রান তাড়া করতে গিয়ে শেষ ওভারে সর্বোচ্চ খরুচে বোলিংয়ের রেকর্ড। আর ওই ম্যাচে এমন ছন্নছাড়া বোলিংয়ের সুবাদে পরবর্তীতে আর কোনো ম্যাচে সুযোগ পাননি বাংলাদেশি তারকা।
অবশেষে মাশরাফীর ১৪ বছরের রেকর্ড নিজের নামে করে নিলেন গুজরাট টাইটান্সের বোলার ইয়াশ দয়াল। এই বোলার গতকাল রোববার (৯ এপ্রিল) কলকাতার বিপক্ষে ম্যাচে শেষ ওভারে ৩১ রান খরচ করে রীতিমত খলনায়ক হয়ে যান। আর নায়কের ভূমিকায় ছিলেন কলকাতার তরুণ তুর্কি রিঙ্কু সিংহ। অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। শেষ ওভারে ৫টি ছক্কা হাঁকিয়ে খেলেন ২১ বলে ৪৮ রানের অতিমানবীয় এক ইনিংস। আর তার এমন ইনিংসেই ১৪ বছরের লজ্জার রেকর্ড থেকে মুক্ত হলেন মাশরাফী।