মাঝ আকাশে লিটনকে চমকে দিলেন রিঙ্কু
গত রোববার রাতে আহমেদাবাদে ঝড় তোলেন রিঙ্কু সিংহ। ঠিক সে সময় বিমানে ছিলেন বাংলাদেশি তারকা লিটন দাস। যাচ্ছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে। ওই মাঝ আকাশেই রিঙ্কুর ব্যাটিং তাণ্ডবে চমকে গিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার।
গত ৯ এপ্রিল জয়ের জন্য খুব কঠিন সমীকরণের সামনে পড়ে যায় কলকাতা। গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন পড়ে ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নেন উমেশ যাদব। সমীকরণ দাঁড়ায় ৫ বলে ২৮ রান। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ ওভারে এত রান তাড়া করে জেতার রেকর্ড ছিল না এই ম্যাচের আগে। কিন্তু এখানেই নতুন ইতিহাস গড়লেন রিঙ্কু। তিন বলে তিন ছয় মেরে সমীকরণ ২ বলে ১০ রানে নিয়ে আসেন রিঙ্কু।
তখন নড়েচড়ে বসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শকরা। কলকাতার খেলোয়াড়-কর্মকর্তারাও যেন একটু নড়েচড়ে বসলেন। রশিদ খান পরামর্শ করলেন দয়ালের সঙ্গে। কিন্তু পরের দুই বলেও দয়ালের উপর দয়া হলো না রিঙ্কুর।
৬, ৬, ৬, ৬, ৬— টানা পাঁচ ছয়ে অসম্ভবকে সম্ভব করে ইতিহাস গড়লেন অখ্যাত এক ক্রিকেটার। ক্রিকেটে টানা ছয় বলে ছয় ছক্কা মারার নজির আছে একাধিক। তবে শেষ ওভারে এমন খুনে ব্যাটিং কেউ দেখেনি আগে। হয়তো রিঙ্কু নিজেও ভাবছেন, এমন এক অবিশ্বাস্য কীর্তি সত্যিই তিনি করে বসে আছেন!
ম্যাচের পর রিঙ্কুতে বুঁদ হয়ে আছে ক্রিকেট বিশ্ব। ব্যতিক্রম নন লিটন দাসও। মাঝ আকাশে বসেই রিঙ্কুর ব্যাটিং তাণ্ডব উপভোগ করেছেন তিনি। কলকাতায় যোগ দেওয়ার পর জানালেন সেই অনুভূতি।
কলকাতা পৌঁছে রিঙ্কুর ওই ইনিংস প্রসঙ্গে লিটন বলেন, ‘ম্যাচ আমরা জিতে গিয়েছি, এর থেকে ভাল কিছু হতে পারে না। রিঙ্কু অসাধারণ খেলেছে। শেষ পাঁচটি বলে পাঁচটি ছক্কা মারা খুব বেশি দেখা যায় না। আইপিএলের প্রথম ১০টি সেরা ম্যাচের মধ্যে এটা থাকবে বলে আমার মনে হয়।’
এবারের আইপিএলে দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। একজন সাকিব আল হাসান, আরেকজন লিটন দাস। দলে নেওয়ার পর থেকেই দুজনকে নিয়ে উচ্ছ্বসিত ছিল ওপার বাংলার দলটি। কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। কিন্তু লিটন দাসকে ঠিকই পেয়েছে কলকাতা। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশি তারকাকে পেয়ে উচ্ছ্বাসে ভাসছে কলকাতা নাইট রাইডার্স। লিটনের যাওয়ার পর কলকাতার প্রথম ম্যাচ আগামী ১৪ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।