বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বাড়িঘর ছাড়া
আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ক্ষমতাসীনদের হয়রানির কারণে ঘরছাড়া হয়েছেন। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রত্যয়নের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও নমুনা স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর রিজভী এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমাদের প্রার্থীদের (ক্ষমতাসীনরা) শুধু ভয়ভীতি নয়, মিথ্যা মামলা দিয়ে, স্পেসিফিকভাবে গ্রামে নাম ধরে তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে। আমাদের সম্ভাব্য প্রার্থীরা এখন বাড়িঘর ছাড়া; যাতে ধানের শীষের প্রার্থীরা ভালো করে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সে জন্য এসব করা হচ্ছে।’
রিজভী বলেন, ‘গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। এরপরও যতটুকু ছোট্ট পরিসর রয়েছে, তাতে গণতন্ত্র চর্চার অংশ হিসেবে আমরা ইউপি ভোটে অংশ নিচ্ছি। আওয়ামী লীগ গত নির্বাচনগুলোয় যা করেছে; রাত ৩টার সময় বাক্স ভরে গিয়েছিল; এবারও কী হবে তা অনুমান করা যায়।’
বিদ্যমান পরিস্থিতিতে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘ইসি তো আগেই আস্থা ক্ষুণ্ণ করেছে। ইসির স্বাধীন, স্বতন্ত্র সত্ত্বা দেখতে পাইনি। তারা সরকারের অনুগত হয়ে কাজ করছে। ইসি তাদের অধিকার প্রয়োগ করেনি বরং সরকারের মুখপাত্র হয়ে কাজ করেছে।’
ইউপি নির্বাচনকে সামনে রেখে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ইসিতে জমা দেওয়ার কথা রয়েছে।
রিজভী বলেন, ‘ইসি সচিবের কাছে প্রার্থী প্রত্যয়নে বিএনপির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ও নমুনা স্বাক্ষর জমা দিয়েছি। তিনি আমাদের চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন।’
আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৩৯ ইউপিতে ভোট হবে। এবারই প্রথম ইউপিতে দলীয়ভাবে ভোট হচ্ছে।