ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে জার্মানির ছাড়পত্র পেল পোল্যান্ড
পোল্যান্ডকে দেওয়া সাবেক পূর্ব জার্মানির অস্ত্রভান্ডারের সোভিয়েত আমলের যুদ্ধবিমান ইউক্রেনের হাতে তুলে দেওয়ার বিষয়ে দেশটির প্রস্তাবে সম্মতি দিয়েছে জার্মানি৷ তবে এখনও নিজস্ব বিমান সরবরাহ করতে নারাজ তারা৷
সোভিয়েত আমলের ডিজাইনের সেই মিগ-২৯ যুদ্ধবিমান সাবেক পূর্ব জার্মানির অস্ত্রভান্ডারের অংশ ছিল বলে সেগুলো হস্তান্তরের আগে বার্লিনের সম্মতি আবশ্যক ছিল৷ ২০০৩ সালে জার্মানি এই বিমানগুলো পোল্যান্ডকে দিয়েছিল৷
ইউক্রেন যুদ্ধের শুরু থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে জার্মানির ধীরগতি দেশে-বিদেশে প্রবল সমালোচনার মুখে পড়েছে৷ কিন্তু বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পোল্যান্ডের সরকার ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহের অনুমতি চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জার্মান সরকার সম্মতি দিয়ে সেই বদনাম আপাতত ঘোচাতে পারল৷
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস তার সরকারের এই দ্রুত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, এতে বোঝা যাচ্ছে জার্মানি কতটা নির্ভরযোগ্য৷ তবে পোল্যান্ডের এই পদক্ষেপের প্রতি সম্মতি জানালেও জার্মানি সরাসরি ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহের প্রশ্নে অবস্থান বদল করছে না বলে তিনি জানান৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস একাধিকবার সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷ যুক্তরাষ্ট্রও এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করছে না৷
ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার প্রশ্নে পশ্চিমা বিশ্বের মধ্যে ঐকমত্যের অভাব রয়েছে, বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলো এ ক্ষেত্রে বিলম্ব চাইছে না৷ সর্বাধুনিক মার্কিন যুদ্ধবিমান সরবরাহ করতে না পারলেও সোভিয়েত আমলের বিমান সরবরাহের ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই৷ ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষেও বাড়তি প্রশিক্ষণ ছাড়াই সেগুলো কাজে লাগানো সহজ৷ গত মার্চেই পোল্যান্ড নিজস্ব ভান্ডার থেকে ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা করেছিল৷ পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা সম্প্রতি জানান, এমন আটটি বিমান হস্তান্তর করা হয়েছে৷ আরও ছয়টি বিমান হস্তান্তরের প্রস্তুতি চলছে৷ তাঁর এক উপদেষ্টা জানান, পোল্যান্ডের হাতে জার্মানি থেকে পাওয়া প্রায় এক ডজন মিগ-২৯ যুদ্ধবিমান রয়েছে৷
এর আগে ইউক্রেনকে ব্যাটেল ট্যাংক সরবরাহকে কেন্দ্র করে পোল্যান্ড ও জার্মানির মধ্যে চরম দ্বন্দ্ব দেখা গিয়েছিল৷ জার্মানিতে তৈরি লেপার্ড ট্যাংক সরবরাহের ক্ষেত্রে জার্মানির সম্মতি পেতে অনেক বিলম্ব হয়েছিল৷ গত জানুয়ারি মাসে জার্মানি অবশেষে ছাড়পত্র দেয়৷ তারপর নিজস্ব ভান্ডার থেকেও ১৮টি ব্যাটেল ট্যাংক ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নেয় বার্লিন৷ তবে তার পূর্বশর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকেও ৩১টি অ্যাব্রাম্স ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিতে হয়েছিল৷
পশ্চিমা বিশ্ব থেকে পাওয়া ব্যাটেল ট্যাংক এবং পোল্যান্ড ও স্লোভাকিয়া থেকে পাওয়া যুদ্ধবিমান নিয়ে ইউক্রেন রাশিয়ার দখল করা জমি উদ্ধার করতে অদূর ভবিষ্যতে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছে৷
গতকাল বৃহস্পতিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধ চলাকালীন সব সাফল্য প্রকাশ্যে তুলে ধরা সম্ভব নয়৷ তবে এক বছর আগে ইউক্রেনে তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ‘মস্কভা’ রণতরি ডোবানোর ঘটনা স্মরণ করে জেলেনস্কি সন্তোষ প্রকাশ করেন৷ এছাড়া তিনি গোটা দেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন৷