নিউমার্কেটে আগুন : ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানীর নিউমার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসকে সহায়তা, আশপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার (১৫ এপ্রিল) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী যোগ দিয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল ইসলাম বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে পুলিশ, বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছেন।