নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, তবে নেভানো যায়নি
চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া। নিউ সুপার মার্কেটের ভবনের সামনে ওভারব্রিজের ওপর থেকে ধোঁয়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ভবনের ভেতর থেকে শুধু ধোঁয়া বের হচ্ছে। তবে, মার্কেটের ভেতর এখনো আগুন জ্বলছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানিয়েছেন, আজ সকাল ৯টা ১০ মিনিট থেকে আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, নতুন করে আগুন আর ছড়াচ্ছে না তবে আগুন এখনও নেভানো যায়নি।
এদিকে সকালে পৌনে ১০টা থেকে মার্কেটের ভেতর প্রবেশ করার চেষ্টা করছেন দোকানী, বিজিবি সদস্য ও পুলিশ। তারা সবাই মিলে কাপড়চোপড় বের করছেন। তৃতীয় তলার একেবারে বাইরের দিকের দোকান থেকে যতটুকু পারা যায়, কাপড়চোপড় বের করছেন তারা। কারণ, এখনও ভেতর প্রবেশ করা যাচ্ছে না।