আইপিএলে নারী দলের জার্সি পরে কেন খেলছে মুম্বাই ইন্ডিয়ান্স?
আজ কি ভুল জার্সি পরে মাঠে খেলতে নেমেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স? কলকাতার বিপক্ষে আজ রোববার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ম্যাচে রোহিতদের জার্সি দেখে এমনটাই প্রশ্ন ভক্ত-সমর্থকদের। কারণ কেকেআরের বিপক্ষে আজ ভিন্ন জার্সিতে দেখা মিলল সূর্য-কিশানদের। জানলে অবাক হবেন, ভুল কোনো জার্সি নয়, রোহিতরা যে জার্সি পরে খেলছে, সেটি নারী আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি। কিন্তু কেন নারীদের জার্সি পরে মাঠে নামলেন রোহিতরা?
মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ভারতের শীর্ষ ধনীদের অন্যতম নীতা আম্বানি। তার দল মুম্বাই প্রতি আসরেই যে কোনো একটি ম্যাচকে বিশেষভাবে পালন করে থাকে। ‘এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল (ইসা)’ স্লোগানে আম্বানির রিলায়্যান্স ফাউন্ডেশন এই দিনটি উদযাপন করে। সেজন্য এই দিনটি বিশেষ করে তুলতে হারমনপ্রীত কৌরদের ডিজাইনের জার্সি বেছে নেওয়া হয়েছে।
নারীদের শিক্ষা থেকে খেলাধুলা সবকিছুতেই সমান অধিকার, সমান সুযোগ, সমান সম্মানের জন্যই এই উদ্যোগ রিলায়্যান্স ফাউন্ডেশনের। নারীদের অনুপ্রাণিত করার জন্যই নারী দলের জার্সি পরে মাঠে নেমেছে ছেলেদের দল। শুধু তাই নয়, এদিন মাঠে কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ দেখতে উপস্থিত হয়েছে ১৯ হাজারেরও বেশী ছাত্রী। এ নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
মুম্বাইয়ের এই উদ্যোগের প্রশংসা করেছেন দলের প্রধান কোচ মার্ক বাউচার। সাবেক এই প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার বলছেন, ‘এটা খুবই ভাল উদ্যোগ। যেখানে সবার মধ্যে শিক্ষা ও খেলা প্রচার করা হবে। আশা করছি এই উদ্যোগের ফলে আগামী দিনে আরও অনেক ক্রিকেটার উঠে আসবে।’
এক সঙ্গে এত ছাত্রীকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় প্রশংসা করেছেন মুম্বাইয়ের নারী দলের বোলিং কোচ ঝুলন গোস্বামীও। তিনি বলছেন, ‘এই উদ্যোগ আরও বেশি মেয়েদের মনে ক্রিকেটের প্রতি উৎসাহ বাড়াবে। আমরা ভবিষ্যতে আরও অনেক নারী ক্রিকেটার পাব।’